Sitananda College

Sitananda College

Recognized by UGC u/s 2(f) &1 2(b)

Affiliated to Vidyasagar University

NAAC Accredited with B

ISO 9001:2115

Bengali

About The Department

সীতানন্দ কলেজের বাংলা বিভাগের পথচলা শুরু হয় ১৯৬০ সালে। তখন শুধুমাত্র স্নাতক সাধারণ বিষয়টি পড়ানো শুরু হয়েছিল প্রফেসর প্রভাত কুমার চক্রবর্তী এবং প্রফেসর বঙ্কিম চন্দ্র মাইতি মহাশয়ের হাত ধরে। পরে ১৯৬৬ সালে বাংলা বিষয়ে সাম্মানিক (Honours) পাঠক্রম চালু হয় প্রফেসর মনোরঞ্জন দাস এবং প্রফেসর জ্যোতির্ময় তিয়াড়ীর হাত ধরে। এই বিভাগে স্নাতকোত্তর পাঠক্রম চালু হয় ২০১৭ সাল থেকে। বর্তমানে বিভাগে দুই জন অ্যাসোসিয়েট প্রফেসর, এক জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চার জন স্যাক্ট (SACT) এবং একজন অতিথি অধ্যাপক রয়েছেন। বিভাগের একটি নিজস্ব স্মার্ট ক্লাসরুম, নিজস্ব পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, বিভাগীয় গ্রন্থাগার, নিয়মিত দেওয়াল পত্রিকা ‘আলেয়া’ (PG) ‘মেঘ সরিয়ে’ (UG) রয়েছে। ওয়াই ফাই এর সুবিধা এবং পাঠ্যক্রম বহির্ভুত অতিরিক্ত পাঠ গ্রহন যেমন CERTIFICATE / ADD-ON COURSE এর সুযোগ লাভ করতে পারেন ছাত্রছাত্রীরা।

আমাদের লক্ষ্য : (Our vision)

আমাদের লক্ষ্য : (Our vision) আমরা লক্ষ্য করেছি যে আমাদের অধিকাংশ ছাত্ররাই গ্রামীণ এলাকার প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের বিদ্যার্থী। আমারা চাই বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের শুধু পাঠ দান নয়, তারা যেন বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য তৈরিও হতে পারে। শুধু সাহিত্যের সাধারণ পাঠদান নয়, সাহিত্যের প্রতি অনুরাগ, ভাষা সম্পর্কে জানার কৌতূহল যাতে গড়ে ওঠে এবং বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তৈরি হয় সে সম্পর্কে আমরা ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ সচেতন থাকি। আমাদের পরবর্তী লক্ষ্য হল – বাংলা বিষয়ে পিএইচডি গবেষণার পরিসর তৈরি করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার লোকসংস্কৃতি সংগ্রহশালা তৈরির উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলা বিভাগের অধীনেই বাংলা মাধ্যমে আদিবাসী ভাষা-সাহিত্য চর্চা কেন্দ্র খোলা। জীবিকা ও বৃত্তিমুখী জীবিকার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সাহায্যপ্রদান কেন্দ্র খোলা। বাংলা বিভাগের অধীনে একটি আবৃত্তিচচর্চা কেন্দ্ৰ খোলা ।

আমাদের লক্ষ্য পূরণের পথে (Our mission )

    পূর্ব মেদিনীপুর জেলার লোক উপকরণের কোনও অভাব নেই। যেমন মাদুর, পট শিল্প, বাঁশের কাজ, শাঁখের শিল্প, কাঁসার বাসন, বেনি পুতুল নাচ, যাত্রা শিল্প। এই সব জিনিস সংরক্ষণের জন্য বাংলা বিভাগ অধ্যক্ষের কাছে একটি ঘরের অনুমোদন চেয়েছে।     পূর্ব মেদিনীপুর জেলায় বসবাসকারী আদিবাসী এবং মূলবাসী মানুষের সংখ্যা প্রচুর। যেমন সাঁওতাল, ওঁরাও, মুণ্ডা, কুড়মালি, শবর, কাকমারা ইত্যাদি। এইসব সম্প্রদায়ের মুখের ভাষা ও লিখিত ভাষার সঙ্গে বাংলা ভাষার একটি আন্তরিক যোগাযোগ আছে। এই সব ভাষাগুলিতে মান্যতা দেওয়া ও উন্নতির লক্ষ্যে আদিবাসী ভাষাচর্চাকেন্দ্র খোলার উদ্দ্যোগ নেওয়া হয়েছে।     বাংলা বিভাগের যে সব ছাত্র-ছাত্রী জীবিকামুখী পরীক্ষাগুলিতে সাফল্য লাভ করে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, সেই সব প্রাক্তনীদের দিয়ে বিভিন্ন সময়ের ক্লাস নিয়ে বর্তমান ছাত্রছাত্রীদের জীবিকার জন্য প্রস্তুত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলা বিভাগ ৷     বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের মনন চর্চা ও পেশাগত লক্ষ্যে একটি আবৃত্তিচর্চাকেন্দ্র খোলার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। যেটি পরিচালিত হবে বাংলা বিভাগের শিক্ষক ও প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠিত বাচিক শিল্পীদের দ্বারা।

বিভাগীয় নিয়মাবলী (Department Rules)

Highlights of The Departments

Best Practices

Certificate Course

Lesson Plan

Job Opportunities

Previous Questions

SubjectSemPaperYearView
Bengali Gen5thSEC 3 2022
Bengali Gen5th GE 12022
Bengali Hons5thC122022
Bengali Hons 5thDSE2T2022
Bengali Hons1stC2
Bengali Gen3rdSEC2022
MA 1stBNG 201-2042022
MA 2ndBNG 201-2042020
MA3rdBNG 301-3032020
MA 3rdBNG 301-3042022
MA 4thBNG 401-4042019

Faculty Members

Seminars & Workshop

Field Survey

Scroll to Top