Bengali
Our Departments
Menu
Announcements
Quotations are invited from authorized dealers for supply…
•
September 13, 2024
2nd Phase Varification
•
September 1, 2024
Commencement of classes
•
August 5, 2024
Verification Schedule for Newly Admitted students – 2024
•
July 27, 2024
About The Department
সীতানন্দ কলেজের বাংলা বিভাগের পথচলা শুরু হয় ১৯৬০ সালে। তখন শুধুমাত্র স্নাতক সাধারণ বিষয়টি পড়ানো শুরু হয়েছিল প্রফেসর প্রভাত কুমার চক্রবর্তী এবং প্রফেসর বঙ্কিম চন্দ্র মাইতি মহাশয়ের হাত ধরে। পরে ১৯৬৬ সালে বাংলা বিষয়ে সাম্মানিক (Honours) পাঠক্রম চালু হয় প্রফেসর মনোরঞ্জন দাস এবং প্রফেসর জ্যোতির্ময় তিয়াড়ীর হাত ধরে। এই বিভাগে স্নাতকোত্তর পাঠক্রম চালু হয় ২০১৭ সাল থেকে। বর্তমানে বিভাগে দুই জন অ্যাসোসিয়েট প্রফেসর, এক জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চার জন স্যাক্ট (SACT) এবং একজন অতিথি অধ্যাপক রয়েছেন। বিভাগের একটি নিজস্ব স্মার্ট ক্লাসরুম, নিজস্ব পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, বিভাগীয় গ্রন্থাগার, নিয়মিত দেওয়াল পত্রিকা ‘আলেয়া’ (PG) ‘মেঘ সরিয়ে’ (UG) রয়েছে। ওয়াই ফাই এর সুবিধা এবং পাঠ্যক্রম বহির্ভুত অতিরিক্ত পাঠ গ্রহন যেমন CERTIFICATE / ADD-ON COURSE এর সুযোগ লাভ করতে পারেন ছাত্রছাত্রীরা।
আমাদের লক্ষ্য : (Our vision)
আমাদের লক্ষ্য : (Our vision)
আমরা লক্ষ্য করেছি যে আমাদের অধিকাংশ ছাত্ররাই গ্রামীণ এলাকার প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের বিদ্যার্থী। আমারা চাই বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের শুধু পাঠ দান নয়, তারা যেন বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য তৈরিও হতে পারে। শুধু সাহিত্যের সাধারণ পাঠদান নয়, সাহিত্যের প্রতি অনুরাগ, ভাষা সম্পর্কে জানার কৌতূহল যাতে গড়ে ওঠে এবং বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তৈরি হয় সে সম্পর্কে আমরা ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ সচেতন থাকি।
আমাদের পরবর্তী লক্ষ্য হল
–
বাংলা বিষয়ে পিএইচডি গবেষণার পরিসর তৈরি করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার লোকসংস্কৃতি সংগ্রহশালা তৈরির উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলা বিভাগের অধীনেই বাংলা মাধ্যমে আদিবাসী ভাষা-সাহিত্য চর্চা কেন্দ্র খোলা। জীবিকা ও বৃত্তিমুখী জীবিকার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সাহায্যপ্রদান কেন্দ্র খোলা। বাংলা বিভাগের অধীনে একটি আবৃত্তিচচর্চা কেন্দ্ৰ খোলা ।
আমাদের লক্ষ্য পূরণের পথে (Our mission )
পূর্ব মেদিনীপুর জেলার লোক উপকরণের কোনও অভাব নেই। যেমন মাদুর, পট শিল্প, বাঁশের কাজ, শাঁখের শিল্প, কাঁসার বাসন, বেনি পুতুল নাচ, যাত্রা শিল্প। এই সব জিনিস সংরক্ষণের জন্য বাংলা বিভাগ অধ্যক্ষের কাছে একটি ঘরের অনুমোদন চেয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় বসবাসকারী আদিবাসী এবং মূলবাসী মানুষের সংখ্যা প্রচুর। যেমন সাঁওতাল, ওঁরাও, মুণ্ডা, কুড়মালি, শবর, কাকমারা ইত্যাদি। এইসব সম্প্রদায়ের মুখের ভাষা ও লিখিত ভাষার সঙ্গে বাংলা ভাষার একটি আন্তরিক যোগাযোগ আছে। এই সব ভাষাগুলিতে মান্যতা দেওয়া ও উন্নতির লক্ষ্যে আদিবাসী ভাষাচর্চাকেন্দ্র খোলার উদ্দ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা বিভাগের যে সব ছাত্র-ছাত্রী জীবিকামুখী পরীক্ষাগুলিতে সাফল্য লাভ করে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, সেই সব প্রাক্তনীদের দিয়ে বিভিন্ন সময়ের ক্লাস নিয়ে বর্তমান ছাত্রছাত্রীদের জীবিকার জন্য প্রস্তুত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলা বিভাগ ৷
বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের মনন চর্চা ও পেশাগত লক্ষ্যে একটি আবৃত্তিচর্চাকেন্দ্র খোলার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। যেটি পরিচালিত হবে বাংলা বিভাগের শিক্ষক ও প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠিত বাচিক শিল্পীদের দ্বারা।
বিভাগীয় নিয়মাবলী (Department Rules)
- বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে 75% উপস্থিতি বাধ্যতামূলক।% উপস্থিতি বাধ্যতামূলক।
- অফিস থেকে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ করার আগে শিক্ষার্থীদের অবশ্যই বিভাগীয় লাইব্রেরি থেকে বই নিয়ে থাকলে, তা ফেরত দিতে হবে।
- বিভাগ কর্তৃক আয়োজিত ছাত্র সেমিনার, কর্মশালা, বিতর্ক, চলচ্চিত্র প্রদর্শন, দেয়াল পত্রিকা প্রকাশ ইত্যাদির মতো বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হয়।
- ক্লাস টেস্ট, প্রি-টেস্ট, টেস্ট পরীক্ষায় উপস্থিত হওয়া বাধ্যতামূলক।
- একটানা সাত দিনের বেশি ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীদের অবশ্যই লিখিতভাবে বিভাগীয় প্রধানকে জানাতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই বিভাগে একটি স্বাস্থ্যকর একাডেমিক পরিবেশ বজায় রাখতে সহায়তা করতে হবে এবং কাউকে র্যাগিং বা হয়রাণি করা যাবে না।
- শিক্ষার্থীদের ময়লা-আবর্জনা না ফেলতে এবং ক্যাম্পাসে পাওয়া ডাস্টবিনে বর্জ্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। শিক্ষার্থীদের বিভাগ থেকে বের হওয়ার সময় লাইট ও ফ্যান বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- বিভাগীয় বিভিন্ন অনুষ্ঠানে (রবীন্দ্র জয়ন্তী, শিক্ষক দিবস, ভাষা দিবস, নবীনবরণ ইত্যাদি) ক্লাস মনিটরদেরে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
- কলেজ এবং বিভাগের বিভিন্ন বিষয়ে অবগত থাকার জন্য নোটিশ বোর্ড এবং বিভাগীয় ওয়েবসাইট-এ লক্ষ রাখতে হবে।
Highlights of The Departments
- বিভাগের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে অতন্ত স্বাস্থকর পড়াশোনার পরিবেশ বিরাজমান।
- বিভাগে একজন এসোসিয়েট প্রফেসর, দুজন এসিস্টেন্ট প্রফেসর, একজন স্যাক্ট (SACT) এবং একজন অতিথি শিক্ষক রয়েছেন।
- প্রায় প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিভাগের ছাত্রছাত্রীরা স্থান পায় ।
- বাংলা বিভাগের একটি নিজস্ব বিভাগীয় গ্রন্থাগার রয়েছে। ছাত্রছাত্রীরা সেখানে বসে যেমন পড়াশোনা করার সুবিধা পান, তেমনি বিভাগীয় গ্রন্থাগারের বই বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ লাভ করেন।
- বিভাগের নিজস্ব পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
- বিভাগের একটি নিজস্ব স্মার্ট ক্লাসরুম রয়েছে।
- বাংলা বিভাগ নিয়মিত দেওয়াল পত্রিকা ‘বকুলবীথি” প্রকাশ করে। যেখানে ছাত্রছাত্রীরা তাঁদের সাহিত্য প্রতিভা বিকশিত করবার সুযোগ পান ।
- বাংলা বিভাগ নিয়মিত শিক্ষামুলক ভ্রমণের ব্যবস্থা করে।
- বাংলা বিভাগে নিয়মিত আলোচনা সভা, নাটক, বিতর্ক ও বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষক দিবস উদযাপন, আন্তর্জাতিক ভাষা দিবস উদ্যাপন, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ, বিদায় সম্বর্ধণা, প্রাক্তনী পুনর্মিলন উৎসব প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
- বিভাগের ছাত্রছাত্রীরা ওয়াই ফাই এর সুবিধা পেয়ে থাকেন।
- পাঠ্যক্রম বহির্ভুত অতিরিক্ত পাঠ গ্রহন যেমন ADD-ON COURSE এর সুযোগ লাভ করতে পারেন ছাত্রছাত্রীরা।
Best Practices
- দুঃস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইপত্র দেওয়া হয়।
- আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থ সাহায্য করে তাদের শিক্ষাগ্রহণ পদ্ধতিকে সাবলীল করা হয়।
- অবসর সময়ে প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ বিষয়ক সমস্যার সমাধানের চেষ্টা করা হয় ।
- শিক্ষার্থীদের মানসিক বিকাশের দিকে বিশেষভাবে নজর দিয়ে তাদের ভবিষ্যতকে আরও সহজ ও সুন্দর করে তোলার চেষ্টা করা হয়।
Certificate Course
Lesson Plan
Study Materials
- শকুন্তলা - কাহিনীর নবনির্মাণ
- মহুয়া পালাটি ট্রাজেডি হিসেবে সার্থকতা
- Bibidha-Prabandha
- চতুর্থ-পাণিপথের-যুদ্ধ-হোরোর-চরিত্র-ও-নামকরণের-সার্থক…
- পথের-পাঁচালী-উপন্যাসের-শ্রেণিবিচার-DSC-B.A-1st-SEM-Gen
- শকুন্তলা : রোমান্টিক প্রেমকথা
- বিদ্যাপতি ও জয়দেব
- সমাজতন্ত্র
- পদ্মাবতী
- প্রাচীন ভারতীয় লিপি ও বাংলা লিপির উদ্ভব
- ভারতীয় আর্যভাষা
- ভাষাবিদ্যা পরিচয়
- চরিত্র
- প্রকৃতি
- মরুতীর্থ হিংলাজ (বিষয়, চরিত্র, তাদের ক্রিয়া কলাপ)
Additional Details
Program Outcome
Job Placement
Departmental Academic Calendar
Job Opportunities
- School Teachers for Primary
- Lectureship / Assistant Professorship
- Translators Interpreter (General / Liaison/ Translation Bureau/ Publishing House etc.)
- Freelancer in Research Farms
- Guide (Travel & Tourism)
- Customer Care Executive
- Client Relation Script Writer (Film Industry)
- Proof-Reader (after qualifying in proofreading / Desktop Publishing)
- Content Writer / Editor (Bengali voice over script)
- 11.Various competitive examinations like, State / Central Govt. Jobs, WBCS / WBLS / Judicial Services etc.
- Home-based Tele-Caller
- Research Asst. / Research Fellow (after MA) Marketing Executive
Previous Questions
Faculty Members
Associate Professor || Dept. of Bengali
Associate Professor || Dept. of Bengali
Assistant professor || Dept. of Bengali
SACT || Dept. of Bengali
SACT || Dept. of Bengali
SACT || Dept. of Bengali
SACT || Dept. of Bengali
Guest Professor || Dept. of Bengali